যেসব Bitcoin ইউজাররা Samsung স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য চমকপ্রদ খবর। এই প্রথম কোন মোবাইল ফোন তৈরি প্রতিষ্ঠান বিল্ডইন Blockchain wallet সুবিধা নিয়ে আসলো। Sumsung -ই প্রথম কোন মোবাইল ফোন তৈরি প্রতিষ্টান, যারা কিনা তাদের নতুন ফোন S10 সিরিজে বিল্ডইন Blockchain Wallet ফিচার প্রদান করেছে।

Samsung যদিও তাদের ‍Samsung S10 এর ফিচারে Blockchain wallet কে Crypto Wallet বলে ইন্ট্রোডিউস করা থেকে বিরতো থেকেছে। তার কারন পরিস্কার করে বলা যাচ্ছে না। হয়তো বা বিটকয়েনের প্রাইস স্ট্যাবিলিটি অথবা অন্য কোন কারন হতে পারে। যা সামনের সময়গুলোতে পরিস্কার হওয়া যেতে পারে।

S10 -এ কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে Blockchain wallet এর জন্য?

Samsung S10 ব্যবহার করা হয়েছে PUF টেকনোলজি যা সাধারণত কোন কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহার করা হয় না। PUF টেকনোলজি ব্যবহার করা হয় প্রাইভেট কি নিরাপদ ভাবে ষ্টোর করার জন্য।

Sumsung এ বিল্ডইন Blockchain Wallet থাকার কারণে এখন খুব সহজে এবং নিরাপদে আপনার ক্রিপ্টোকারেন্সি বা Bitcoin, Ethereum ষ্টোর করে রাখতে পারবেন।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *