আমার বল্গ: http://khutinati.com এর গোপনীয়তার নীতি গুলো নিম্নে প্রকাশ করা হয়েছে।

কোন বিষয়গুলি সরক্ষন করা হয় এবং কেন?

স্প্যাম ঠ্যাকাতে যখন কোন ভিজিটর কোন পোষ্টে মন্তব্য করেন তা একটি ফরমের মাধ্যমে সকলের দেখার জন্য উন্মুক্ত থাকে, ও তাদের আইপি এ্যড্রেস এবং ব্রাউজার নাম গোপনীয়ভাবে সংরক্ষন করা হয়, যা গোপনীয়তার নীতি এর অন্যতম বিষয়।

অতএব, স্প্যাম থেকে নিজে বাচুন এবং স্প্যাম করা থেকে বিরত থাকুন এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করাতে সাহায্য করুন।

কপি রাইটস্‌

এই ব্লগের সকল পোষ্ট সংরক্ষিত। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান খুঁটিনাটি ব্লগের এডমিন এর অনুমতি ব্যতিত এই ব্লগে প্রকাশিত কোন পোষ্ট কপি করে অন্য কোথাও প্রকাশিত করতে পারবে না। এই রূপ করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কপি রাইটস্ আইন আরোপিত করা হবে।

মন্তব্য নীতি

অনুগ্রহপূর্বক এই ব্লগে কাউকে উদ্দেশ্যে করে বাজে মন্তব্য করবেন না। কেউ যদি কাউকে উদ্দেশ্যে করে বাজে বা আইন বিরোধী কোন মন্তব্য করে, তবে সেই মন্তব্যের জন্য উক্ত মন্তব্যকারীই দায়ী থাকবে। উক্ত বাজে বা আইন বিরোধী মন্তব্যের জন্য কোন ভাবেই খুঁটিনাটি ব্লগের কর্তৃপক্ষ দায়ী থাকবে না।