ফরেক্স কি তার আলোচনা করতে গিয়েই বলেছি যে, ফরেক্স ট্রেডিং -এ কারেন্সি বা মুদ্রা ট্রেড করা হয়।

আর সেই বিষয়েই একটু বিস্তারিত আলোচনার জন্য মূলত এই পোষ্ট।

ফরেক্সে এক ধরনের ভার্চুয়েল কারেন্সি ট্রেড করা হয়। মূলত একটি দেশের কারেন্সির মান সেই দেশের সরকার নির্ধারন করে থাকে না। কারেন্সির মান নির্ধারিত হয়, সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ যেই দেশের অর্থনৈতিক অবস্থা যত মজবুত সেই দেশের কারেন্সির মান তত শক্তিশালি।

যখন আপনি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কোন দেশের কারেন্সি বাই করবেন, এর মানে হবে আপনি সেই দেশের অর্থনৈতিক অবস্থার একটি শেয়ার বাই করলেন। এখন এখানে সেই দেশের অর্থনৈতিক মানের উর্ধগতি বা নিম্নগতির উপর আপনার ট্রেডের লাভ বা লস নির্ভর করবে।

যেভাবে ফরেক্স ট্রেডিং করা হয়

ফরেক্সে কোন একটি একক কারেন্সির উপর ট্রেড করা হয় না। এটি মূলত যেকোন দুইটি কারেন্সির উপর ট্রেড করা হয়। যেমন- EUR/USD (ইউরিপিয়ান কারেন্সি/আমেরিকান কারেন্সি), GBP/USD (ব্রিটেনের কারেন্সি/আমেরিকান কারেন্সি), USD/JPY (আমেরিকান কারেন্সি/জাপানি কারেন্সি) ইত্যাদি।

ফরেক্স ট্রেডিং

আপনি যদি আপনার এ্যানালাইসিসে বুঝে থাকেন যে, ইউরোর বিপরীতে ইউএসডি খারাপ করবে তবে আপনি ইউরো বাই করতে পারেন। এবং আপনার এ্যানালাইসিস ঠিক হলে আপনি সেই ট্রেড থেকে প্রফিট করে থাকবেন। ঠিক তদ্রুপ আপনার এ্যানালাইসিস ভুল হয়ে থাকলে, EUR/USD মার্কেট ডাউন হলে আপনার লস হবে।

এই ভাবে যত গুলো কারেন্সি থাকবে সবার ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য।

মেজর কারেন্সি

ফরেক্স মার্কেটের কারেন্সিকে দুই ভাগে জানা হয়ে থাকে।

১। মেজর কারেন্সি
২। নন-মেজর কারেন্সি

CountryCurrencySymbol
United StatesDollarUSD
EurozoneEuroEUR
JapanYenJPY
Great BritainPoundGBP
SwitzerlandFrancCHF
CanadaDollarCAD
AustraliaDollarAUD
New ZealandDollarNZD

উপরের উল্লেক্ষিত চার্টে যেসব কারেন্সির নাম দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মেজর কারেন্সি।

মেজর কারেন্সি বাদে বাকি সব কারেন্সিই নন-মেজর কারেন্সি।

ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে একটি বিষয় খেয়াল করবেন যে, প্রতিটি কারেন্সি তিনটি অক্ষর দিয়ে গঠিত। যেমন- USD, NZD।

তিনটি অক্ষরের বিশেষত্ব হলো কারেন্সি গুলো দ্বারা দেশকে চিহ্নিত করা।

যেমন- USD এর প্রথম দুইটি অক্ষর হচ্ছে সেই কারেন্সির দেশের নাম।

USD = United State Dollar

NZD = New Zealand Dollar

এই ভাবে সকল কারেন্সি নিজ নিজ দেশের নাম দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে।

উল্লেক্ষ যে, বর্তমানে ফরেক্সে কারেন্সি ছাড়াও Oil, Gold, Bitcoin ইত্যাদি ট্রেড করা হয়।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *