টাইটেলটা যেন কেমন হয়ে গেল, তাই না? ফরেক্স ট্রেডিংয়ে ট্রেডিং পরিচিতি এটা আবার কেমন কথা?

তো চলুন ট্রেডিংয়ে ট্রেডিং পরিচিতি বিষয়টিকে একটু পরিষ্কার করে নেয়।

যারা ফরেক্সে ট্রেড করেন তারা এমন এমন শব্দ ব্যবহার করে, যা বুঝতে হয়তো আপনার কষ্ট হবে। ততক্ষন পর্যন্ত কষ্ট হবে যতক্ষন পর্যন্ত এর মানে গুলো আপনি না বুঝবেন। তো চলুন জেনে নেই, ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করতে গিয়ে কোন কোন বিষয়কে কি বলে উল্লেক্ষ করা হয়।

ট্রেডিং পেয়ার

এর পূর্বের টপিক ফরেক্সে কি ট্রেড করা হয়? তাতেই মেজর কারেন্সি, নন-মেজর কারেন্সি নিয়ে আলোচনা করেছি। আর সেখানে আলোচনাই পেয়ার এসেছিলো কিন্তু তা নিয়ে আলোচনা করা হয়নি। যাইহোক, আমি পূর্বের টপিকেই আলোচনা করেছি যে, কোন একটি কারেন্সি একক ভাবে ট্রেড করা হয় না। ট্রেডিং এর নিয়ম হচ্ছে, একটি কারেন্সি অপর কোন একটি কারেন্সির বিপরীতে ট্রেড করা হয়।

যেমন- USD/CAD, GBP/USD ইত্যাদি।

পেয়ার শব্দের অর্থ জোড়া। আর যেকোন দুইটি কারেন্সির জোড়াকে পেয়ার বলে উল্লেক্ষ করা হয়।

এখন কেউ যদি বলে আজ EUR/USD পেয়ারে ভালই প্রফিট করলাম। অর্থাৎ সেই EUR এর বিপরীতে USD কারেন্সি নিয়ে ট্রেড করেছে। এই ভাবে প্রতি দুইট কারেন্সি নিয়ে এক একটি পেয়ার গঠিত হয়।

কিছু পেয়ার সমূহ:

EUR/USD

GBP/USD

AUD/USD

USD/CAD

USD/JPY

EUR/GBP ইত্যাদি।

ফরেক্সে পিপ্‌স কাকে বলে?

ফরেক্সে ট্রেডিং কারেন্সি পেয়ারের প্রাইস গুলো নিম্নের ধরন অনুযায়ী হয়:

EUR/USD: price: 1.10254

GBP/USD: price: 1.25136

AUD/USD: price: .65042

এখানে EUR/USD প্রাইস 1.10254 পাঁচ হচ্ছে পিপ আর চার হচ্ছে পিপেটিস। বুঝতে মনে হয় সমস্যা হলো? চলুন আরেকটু সহজ করার চেষ্টা করি।

ফরেক্স ট্রেডিংয়ে কিছু কিছু পেয়ার ছাড়া সকল পেয়ার গুলো দশমিক এর পরে চার সংখ্যার হয়ে থেকে। তবে বেশ কিছু ব্রোকারে দশমিক এর পরে পাঁচটি সংখ্যা ব্যবহার করে, ট্রেডারদের সুবিধা দেওয়ার জন্য। আর পেয়ার গুলোর প্রাইস এর ক্ষেত্রে দশমিক এর পরে চারটি সংখ্যার ক্ষেত্রে সর্বশেষ সংখ্যাটিকে পিপ বলা হয়। আর পাঁচ সংখ্যার ক্ষেত্রে চার নাম্বার সংখ্যাটি হচ্ছে পিপ আর শেষ অর্থাৎ পাঁচ নাম্বার সংখ্যাটি হচ্ছে পিপেটিস

তবে কিছু কিছু পেয়ার যেমন: USD/JPY এর প্রাইস 108.036 এই রকম হয়। সেই ক্ষেত্রে দশমিক এর পরে ২য় সংখ্যা অর্থাৎ ৩ হচ্ছে পিপ আর ৩য় সংখ্যা অর্থাৎ ৬ হচ্ছে পিপেটিস। বিষয়টিকে আরেকটু পরিষ্কার করতে একটু অন্যরকম ভাবে ভেবে দেখি। মনে করেন USD/JPY এর প্রাইস 1 এর পরে দশমিক আছে এবং তার পরের থেকে ৪র্থ সংখ্যা ধরলে কিন্তু 3 হচ্ছে আর ৫ম সংখ্যা ধরলে 6 হচ্ছে।

অর্থাৎ আমরা জানলাম অধিকাংশ পেয়ারের দশমিক এর পরে ৪র্থ নাম্বার সংখ্যা হচ্ছে পিপ আর ৫ম নাম্বার সংখ্যা হচ্ছে পিপেটিস।

ফরেক্স ট্রেডিংয়ে ট্রেডিং পরিচিতি pips and pipettes

ফরেক্সে লট বা ভলিউম কাকে বলে?

আপনি যখন ট্রেড করবেন তখন আপনি যে ট্রড করবেন তা লট বা ভলিউম এর দ্বারা করবেন। অর্থাৎ আপনার প্রতিটি ট্রেডই লট বা ভলিউম এর অন্তর্ভুক্ত।

lot-or-volume

উপরের ছবিতে EUR/USD পেয়ারে দেখানো হয়েছে। এখানে Volume অপশনের ড্রপডাউনে দেখছেন 0.01 থেকে শুরু করে 8.00 পর্যন্ত দেখানো হয়েছে। যেখানে ১ হচ্ছে একটি পুর্নাঙ্গ লট। একটি স্ট্যান্ডার্ড একাউন্টে ১ লট সমান ১০ ডলার সমপরিমান ট্রেড। অর্থাৎ মার্কেট এক পিপ পরিমান আপ/ডাউন করলে ১০ ডলার সমপরিমান আপনার প্রফিট বা লস হবে।

PairClose PriceUnit Standard lot Mini lot Micro lot Nano lot
EUR/USDAny$0.0001$10$1$0.1$0.01

ফরেক্সে ট্রেডিং ওর্ডারের প্রকারভেদ

ফরেক্স মার্কেটের ট্রেডিং পরিচিতি অধ্যায়ে, ফরেক্স মার্কেটের ট্রেডিং ওর্ডারের প্রকারভেদ; বেশ গুরুত্বপূর্ন একটি বিষয়। ফরেক্স মার্কেটে একাধিক নই, ততোধিক ট্রেডিং ওর্ডারের পদ্ধতি আছে। এর মধ্যে প্রাথমিক অবস্থায় এবং অধিকাংশ ট্রেডাররাই একটি মাত্রই পদ্ধতি ব্যবহার করে থাকে। সেটা বিভিন্ন ট্রেডিং ওর্ডার সম্পর্কে না জানার কারণে অথবা জেনেও একটি মাত্র পদ্ধতি ব্যববারে সাচ্ছন্দ বোধ করার করনে।

যাইহোক, ফরেক্স মার্কেটে যেইসব ট্রেডিং ওর্ডার পদ্ধতি আছে তা হচ্ছে-

১। মার্কেট ওর্ডার (সাধারনত অধিকাংশ ট্রেডার যা ব্যবহার করে থাকে)।

২। লিমিট এন্ট্রি ওর্ডার (নির্দিষ্ট একটি প্রাইসে ট্রেড নেওয়ার জন্য)।

৩। স্টপ এন্ট্রি ওর্ডার (নির্দিষ্ট একটি প্রাইসে লস স্বীকার করে ট্রেড কোলজ করার জন্য)।

৪। স্টপ লস ওর্ডার (নির্দিস্ট একটি মুহুর্তে ট্রেড নেওয়ার জন্য)।

৫। ট্রেলিং স্টপ ওর্ডার (মার্কেটে মুভমেন্ট করার সাথে সাথে স্টপ লস মুভ করার জন্য। তবে এর জন্য ভিপিএস কানেকশন অর্থাৎ পিসি ট্রেডিং একটিভ থাকা কালিন সচল থাকা প্রয়োজন)।

ফরেক্স ট্রেডিং এর সময়-সুচী

কোন সময়ে ট্রেড শুরু হবে? কবে শুরু হবে? কখন ট্রেডিং শেষ হবে? কন সময় মার্কেটে প্রবেশ ভাল হবে?

যখন আপনি ট্রেডিং শুরু করবেন হয়তো এমন ভাবনা গুলোই আপনার মাঝে কাজ করে থাকবে।

trading-time

ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সময় খুব গুরুত্বপূর্ন। তাই ট্রেডিং এর সময় গুলো জেনে রাখা দরকার।

ফরেক্স মার্কেটের ট্রেডিং সময়কে চার ভাগে ভাগ করা হয়।

Sydney time, Tokyo time, London time এবং New York time.

তো চলুন জেনেনি উপরুক্ত সময় গুলোর সময়-সুচী

Spring/Summer in the U.S. (March/April – October/November)

City Local Time GMT 0
Sydney Open –  03:00 AM
Close  – 12:00 PM
09:00 PM
06:00 AM
Tokyo Open –  06:00 AM
Close  – 03:00 PM
12:00 AM
09:00 AM
London Open –  01:00 PM
Close  – 09:00 PM
7:00 AM
3:00 PM
New York Open –  06:00 PM
Close  – 03:00 AM
12:00 PM
09:00 PM

Fall/Winter in the U.S. (October/November – March/April)

City Local Time (GMT +6) GMT 0
Sydney Open –  02:00 AM
Close  – 11:00 AM
08:00 PM
05:00 AM
Tokyo Open –  06:00 AM
Close  – 03:00 PM
12:00 AM
09:00 AM
London Open –  02:00 PM
Close  – 10:00 PM
08:00 AM
04:00 PM
New York Open –  07:00 PM
Close  – 04:00 AM
01:00 PM
10:00 PM

ট্রেডিং পরিচিতি এর আলোচনাই উপরুক্ত বিষয় গুলোই আসে। এর পরেও কিছু বাদ পড়লে কমেন্ট কর জানাতে পারেন।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *