আমরা সকলেই জানি যে ইথার ২.০ -তে আপগ্রেড হওয়ার সময় হার্ডফোর্ক এর মাধ্যমে নতুন টোকেন EthereumPoW (ETHW) এর সৃষ্টি হয়েছে।
এই হার্ডফোর্কের এর পূর্বে যাদের ইথার (ETH) ডিসেন্ট্রালাইজ এক্সচেন্জে ছিলো তারা অটোমেটিক তাদের ওয়ালেটে হার্ডফোর্কের টোকেন EthereumPoW (ETHW) রিসিভ করেছেন। এর মধ্যে বেশি কিছু টপ এক্সচেন্জ যেমন KuCoin, Huobi এবং FTX সহকারে অন্যান্য এক্সচেন্জ ট্রেডিংও চালু করে দিয়েছে। তবে Binance এখনো ট্রেডিং চালু করে নাই। যদিও তারা কানভার্ট করার সুযোগ দিয়েছে।
এখন যাদের ETH এক্সচেন্জ সাইটে ছিলো তারা তারা তো এক্সচেন্জ কর্তৃক EthereumPoW (ETHW) পাইছে। কিন্তু যাদের ETH নিজের প্রাইভেট ওয়ালেটে (যেমন- MyEtherWallet, MetaMask ইত্যাদি) ছিলো তারাও EthereumPoW (ETHW) রিসিভ করেছেন তবে ইথের নেটওয়ার্কে নই। অর্থাৎ আপনার EthereumPoW (ETHW) যদি দেখতে চান বা ট্রান্সফার করতে চান তবে EthereumPoW এর নেটওয়ার্ক থেকে করতে হবে।
যেভাবে EthereumPoW (ETHW) মেটামাস্কে চেক করবেন
ETHW দেখার জন্য প্রথমে আপনার মেটামেস্কে EthereumPoW নেটওয়ার্ক যোগ করে নিতে হবে।
এর জন্য নিচের নির্দেশিকা গুলো অনুসরন করুন।
প্রথমে মেটামাস্কে লগিন করে নেন এরপর কাজের সুবিধার্থে ৩ ডটে ক্লিক দিয়ে মেটামাস্কটি এক্সপ্যন্ড করে নেন।
এরপর ইথেরিয়াম মেইননেট এর পাশে এরা চিহ্নতে কিক্ন করে এ্যড নেটওয়ার্কে যেতে হবে।
এখানে আমরা EthereumPoW নেটওয়ার্কের তথ্য গুলো দিবো।
Network name: ETHW-mainnet
New RPC URL: https://mainnet.ethereumpow.org
Chain ID: 10001
Currency symbol: ETHW
Block explorer URL: https://mainnet.ethwscan.com
উপরুক্ত তথ্য গুলো দিয়ে সেভ করে নিবো।
ETHW এর নেটওয়ার্ক সেভ করে আমরা মেটামাস্কের হোম পেজে চলে যাবো।
এখন এখান থেকে আমরা ETHW এর যে নতুন নেটওয়ার্ক সেভ করলাম তাই সিলেক্ট করে দিবো
এখন আপনি আপনার কাংক্ষিত ETHW টোকেন দেখতে পাবেন। আপনার সেই পরিমান ETHW টোকেন দেখতে পাবেন যেই পরিমান ETH ছিলো আপনার ওয়ালেটে হার্ডফোর্ক হওয়ার আগে।
ETHW এর ডিস্ট্রিবিউশন ছিলো ETH : ETHW = 1:1
0 Comments