ইন্টারনেট ব্যবহার করেন অথচ বিটকয়েনের নাম শুনেন নাই এমন কোন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। আর এই বিটকয়েনকেই বলা হয় ক্রিপ্টোকারেন্সি। তবে ক্রিপ্টোকারেন্সি শুধু বিটকয়েনের মধ্যেই সীমা বদ্ধ নই। এই রমক হাজার হাজার কারেন্সি আছে মার্কেটে, যার অধিকাংশ নামই শুনেন নাই অনেকে। যার কারনে হয়তো তারা বিটকয়েন ছাড়া অন্য কোন ক্রিপ্টোকারেন্সি আছে বলে জানেনই না। […]